গেম সাধারণত অবসর সময় কাটানোর ভালো মাধ্যম হলেও বর্তমানে গেম খেলে টাকা আয় করা যায়। এতে যেমন অবসর সময় অসলতায় না কাটিয়ে গেম খেলে কাটানো যায় তেমননি গেম খেলে কিছু পরিমাণ অর্থও উপার্জন করা যায়। অনেক গেম আছে যে গেমগুলো অর্থ খরচ করে খেলতে হয়।
যা এসব গেম থেকে আয়ের পরিমাণও বেশি হয়। আপনি হয়তো ভাবছেন আমি ক্যাচিনোর কথা বলছি। মোটেও না! ক্যাচিনো হলো জুয়া গেম। আমি এই আর্টিকেলে কোনো ধরনের জুয়া গেম সম্পর্কে আলোচনা করবো না।
এখানে আলোচনা করা হবে যে গেমগুলো সম্পূর্ণ ফ্রীতে খেলার মাধ্যমে আয় করা যায় সে সকল গেম সম্পর্কে। অর্থাৎ গেম খেলে টাকা আয় বিকাশে 2022 সালের অসাধারণ গেম। যে গেমগুলো খেলার মাধ্যমে অর্জিত টাকা সহজে বিকাশে নিতে পারবেন।
গেম খেলে টাকা আয়
অনেকে অবসর সময়ে গেম খেলে সম্পূর্ণ ফ্রীতে টাকা আয় করতে চায়। তাদের কথা চিন্তা করে আমরা এমন কিছু গেম সম্পর্কে আলোচনা করবো যে গেমগুলো অবসর সময়ে খেলবেন পাশাপাশি টাকা আয় করবেন। শুধু যে গেম খেলে টাকা আয় করবেন তা না, এই গেমগুলোর সাহায্যে অনেক মজাও নিতে পারবেন।
গেম সাধারণত কর্ম ব্যস্ততার মাঝে অবসর সময়ে খেলে মজা নেওয়া। কিন্তু সাম্প্রতিক সময়ে অনেক গেম কোম্পানি গেম খেলে অবসর সময় কাটানোর পাশাপাশি টাকা আয়ের সুযোগ করে দিয়েছে। যেমন ধরুন বড় বড় গেমগুলোতে টুর্নামেন্ট চলে এবং সেই টুর্নামেন্টে বড় ধরনের প্রাইজ মানি রাখা হয়।
একটি বিষয় হচ্ছে এই গেমগুলো থেকে সবাই আয় করতে পারে না। এই সমস্ত গেম থেকে আয় করতে হলে অনেক বেশি এক্সপার্ট হতে হয়। আমরা এমন ধরনের গেম সম্পর্কেও আলোচনা করবো না।
এই আর্টিকেলে এমন ধরনের গেম সম্পর্কে আলোচনা করবো যে গেমগুলো খুবি সাধারণ গেম এবং যে কেউ গেম খেলে টাকা আয় করতে পারবে।
গেম খেলে টাকা আয় বিকাশে 2022
প্রত্যেকে চাইবে গেম খেলে আয় করা টাকা সহজে বিকাশে নিতে। আর এই আর্টিকেলে তেমন ধরনের গেম শেয়ার করা হবে। অর্থাৎ গেম খেলার মাধ্যমে আয় করা টাকা সহজে বিকাশ, নগদে নিতে পারবেন। এই আটিকেলটি গেম খেলে টাকা আয় বিকাশে 2022 সালের গুরুত্বপূর্ণ আর্টিকেল।
সাধারণত ফ্রীতে গেম খেলে বেশি আয় করা যায় ক্রিপ্টো গেম থেকে। তাই আজকে আমরা এমন কয়েকটি ক্রিপ্টো গেম সম্পর্কে আলোচনা করবো যে গেম থেকে সহজে ক্রিপ্টো আয় করা যায়। আর গেম থেকে আয় করা ক্রিপ্টো একচেঞ্জ করে সহজে টাকায় রূপান্তর করা যায়।
যাইহোক, আজকের আর্টিকেলের মূল বিষয় সম্পর্কে আলোচনা করা যাক। যে গেমগুলো খেলার মাধ্যমে আয় করা অর্থ বিকাশ কিংবা নগদে নেওয়া যাবে।
Widi Land
যারা ফার্মিং গেম খেলতে পছন্দ করে তাদের জন্য খুবি সহায়ক Widi Land গেম। এই গেমটি অনলাইন ভিত্তিক ক্রিপ্টো ফার্মিং গেম। গেমটিতে মূলত ফার্মিং করতে হয়। ফার্মিং করে গেমটির অফিসিয়াল ক্রিপ্টো টোকেন WIDI আয় করা যায়।
আর এই আয় করা WIDI টোকেন বিক্রি করে টাকায় রূপান্তর করা যায়। Widi Land থেকে সম্পূর্ণ ফ্রীতে আয় করা যায়। এছাড়া আয়ের পরিমাণ বৃদ্ধি করতে হলে গেমটি আপগ্রেড করতে হয়। এতে আপগ্রেডের জন্য টাকা ইনভেস্ট করতে হয়।
Widi Land কিভাবে খেলতে হয়?
গেমটি খেলার জন্য সর্বপ্রথমে Google Play Store অথবা Widi Land এর অফিসিয়াল ওয়েবসাইটের সাহায্যে গেমটি মোবাইলে ইনস্টল করতে হবে। এছাড়া ওয়েব ব্রাউজার থেকে সরাসরি খেলা যাবে।
যেভাবে খেলবেন –
- সর্বপ্রথমে গেমটি খেলার জন্য Widi Land ওয়েবসাইট – https://widiland.com/ প্রবেশ করুন। এরপর গেমটি মোবাইলে ডাউনলোড করুন অথবা Play on Web লিংকে ক্লিক করুন।
- গেমটিতে প্রবেশ করলে Sign Up অপশন দেখতে পাবেন। Sign Up অপশনে ক্লিক করে নতুন একটি একাউন্ট করে নিন। অবশ্যই Username & Password মনে রাখবেন।
- গেমটি Username & Password দিয়ে লগিন করুন। লগিন করার পর গেমটি খেলুন। মনে রাখবেন গেমটিতে অর্জিত WIDI টোকেন Withdraw করার জন্য Wallet অ্যাড্রেস সংযুক্ত করতে হবে।
বেশ গেমটি খেলুন তারপর আয় করতে থাকুন। গেমটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে হলে ইউটিউব দেখতে পারেন। ক্রিপ্টো Wallet Address কিভাবে খুলতে হয় সে বিষয়ে জেনে না থাকলে নিচের পোস্ট লিংকটি অনুসরণ করুন –
League of Kingdoms
এই গেমটি চমৎকার একটি ব্যাটল ওয়ার গেম। আপনি যদি ব্যাটল ওয়ার গেম খেলতে পছন্দ করেন তাহলে এই গেমটি আপনার জন্য পারফেক্ট। League of Kingdoms গেমটি খেলার মাধ্যমে আপনি LOKA ক্রিপ্টো টোকেন আয় করতে পারবেন।
আয় করা LOKA টোকেন একচেঞ্জ করে টাকা বিকাশ অথবা নগদে নিতে পারবেন। এভাবে আপনি League of Kingdoms অবসর সময়ে খেলার মাধ্যমে আয় করতে পারেন।
League of Kingdoms কিভাবে খেলতে হয়?
গেমটি খেলার জন্য যে বিষয়গুলো আপনাকে অনুসরণ করতে হবে –
- সর্বপ্রথমে League of Kingdoms গুগল প্লে স্টোরে সার্চ করে ইনস্টল করুন। অথবা League of Kingdoms অফিসিয়াল ওয়েবসাইট – https://www.leagueofkingdoms.com/ সাহায্যে গুগল প্লে স্টোর থেকে গেমটি ইনস্টল করে নিন।
- গেমটিতে প্রবেশ করে নতুন একটি একাউন্ট করে নিন। এরপর গেমটি খেলতে থাকুন।
League of Kingdoms সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য ইউটিউব দেখতে পারেন।
অনলাইনে গেম খেলে টাকা আয়
বর্তমানে অনলাইনে গেম খেলে টাকা আয় করা যায় খুব সহজেই। আমরা উপরে যে ২ টি অনলাইন ক্রিপ্টো গেম সম্পর্কে আলোচনা করেছি তা খেলার মাধ্যমে সহজে আয় করতে পারেন। এছাড়া আপনি আরো বেশি সংখ্যক অনলাই গেম খেলার জন্য খুজে থাকেন তাহলে https://playtoearn.net এই ওয়েবসাইটে দেখতে পারেন।
এই ওয়েবসাইটে গেম খেলে আয় করা যায় এমন ধরনের অসংখ্য গেম পেয়ে যাবেন। যা এখান থেকে আপনার পছন্দের যেকোনো একটি গেম নির্বাচন করে খেলতে পারেন। মনে রাখবেন এখানে দেয়া সবগুলো গেম ফ্রীতে খেলা যায় না।
যেহুতু এই ওয়েবসাইটে শেয়ার করা সমস্ত গেম ক্রিপ্টো রিলেটেট সেক্ষেত্রে কিছু গেম NFT কিনে খেলতে হয়। ওয়েবসাইটে অসংখ্য ফ্রী গেম পেয়ে যাবেন সেগুলো কোনো ধরনের ইনভেস্ট ছাড়াই খেলতে পারেন।
এই ১০ টি সেরা গাড়ি গেম অবশ্যই খেলবেন (Super Car & Bus Game)
গেম খেলে টাকা আয় বিকাশে
আর্টিকেলে আলোচিত ২ টি গেম খেলার মাধ্যমে আয় করতে পারেন। যা গেম খেলে টাকা আয় বিকাশে নিতে পারবেন। ক্রিপ্টো গেম থেকে প্রচুর পরিমাণে আয় করা সম্ভব। তবে একটি বিষয় এসব ক্রিপ্টো গেম থেকে বেশি আয় করতে হলে ইনভেস্টের প্রয়োজন হয়।
আপনি যদি ইনভেস্ট ছাড়া আয় করতে চান তাহলে ফ্রী গেম খেলতে পারেন। যা উপরের আলোচিত গেম সম্পূর্ণ ফ্রীতে খেলার মাধ্যমে আয় করতে পারবেন।
সর্বশেষঃ আশা করছি আজকের আর্টিকেল গেম খেলে টাকা আয় বিকাশে 2022 আপনার অনেক উপকারে আসবে। আলোচিত বিষয় সম্পর্কে আপনার কোনো ধরনের মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। এছাড়া অন্যান্য আর্টিকেলগুলো পড়তে পারেন। ধন্যবাদ।।
আরো পড়ুনঃ