এই আর্টিকেলটি কৃষক ভাইদের জন্য খুবি গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল। যারা মরিচ চাষী আছে তাদের জন্য এই আর্টিকেলটি শেয়ার করা হয়েছে। মরিচ চাষীদের জন্য একটি নিয়মিত চিন্তার এবং হতাশার কারণ হলো মরিচ গাছের ফুল ঝরে যাওয়া। তাই আজকের এই আর্টিকেলে মরিচ গাছের ফুল ঝরে যায় কেন ও এর প্রতিকার কি এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। আপনি যদি এ সকল বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ আর্টিকেলটি পড়ে দেখবেন। আশা করছি যারা মরিচ গাছের ফুল ঝরা নিয়ে সমস্যায় আছেন তাদের সমস্যাটি দূর হয়ে যাবে।
কৃষি বিশেষজ্ঞের কাছ থেকে ধারণা নিয়ে মরিচ গাছের ফুল ঝরে যাওয়ার কারণ ও প্রতিকার সম্পর্কে আজকের এই আর্টিকেলটি লেখা হয়েছে। তাই আশা করছি আর্টিকেলটি আপনার সমস্যা সমাধানের জন্য যথেষ্ট কার্যকরী ভূমিকা রাখবে। প্রতি বছর অনেক কৃষক মরিচ চাষে এসব সমস্যার সম্মুখীন হয়। যার কারণে মরিচের ফলন তুলনামূলক কম হয়ে থাকে। যদি সঠিক পর্যায়ে মরিচ চাষ করা যায় তাহলে মরিচের ফলন বৃদ্ধি পাবে।
আরও পড়ুনঃ সুন্দর পাখির ছবি ও HD কোয়ালিটি ছবি ডাউনলোড সাইট লিস্ট
মরিচ গাছের ফুল ঝরে যায় কেন?
মরিচ চাষীদের মরিচ চাষে অন্যতম সমস্যা হচ্ছে মরিচ গাছের ফুল অতিরিক্ত ঝরে যাওয়া। মরিচ গাছের ফুল অতিরিক্ত ঝরলে মরিচের ফলন কম হয়। আর ফলন বৃদ্ধি করতে হলে মরিচ গাছের ফুল ঝরে যাওয়া রোধ করতে হবে। যারা মরিচ গাছের ফুল ঝরে যায় কেন এ বিষয়ে জানার জন্য অধির আগ্রহ নিয়ে আর্টিকেলটি পড়ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তাহলে চলুন জেনে নিই কি কারণে মরিচের ফুল ঝরতে পারে।
মরিচ গাছের ফুল ঝরে যাওয়ার কারণ সমূহঃ
১. ফুল আসার সময় যদি অধিক পর্যায়ে তাজা গোবর ও নাইট্রোজেন সার অধিক পর্যায়ে দিয়ে থাকলে।
২. প্রয়োজনের তুলনায় বোরন সারের অভাব দেখা দিলে।
৩. মাটিতে পর্যাপ্ত নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়ামের উপস্থিতি না থাকলে।
৪. পরাগায়নের সময় অতিরিক্ত পর্যায়ে বৃষ্টিপাত হয়ে থাকলে।
৫. পরাগায়নের অভাব বা সময় মত পরাগায়ন না হয়ে থাকলে।
৬. দিনের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের উপরে এবং রাতের তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে হয়ে থাকলে।
৭. দিনে অধিক পরিমাণে গরম এবং রাতে প্রচন্ড ঠাণ্ডা হলে।
৮. মাটিতে পানির পরিমাণ বেশি হয়ে থাকলে।
৯. অতিমাত্রায় ফুলে পোকা-মাকড়ের আক্রমণ হয়ে থাকলে। যেমনঃ সাদা মাছি, জ্যাসিড, মাকড়শা, জাব পোকা, থ্রিপস ইত্যাদি।
১০. রোগাক্রান্ত বীজের চারা রোপন করলে।
১১. অধিক পরিমাণে মাটি দূষিত হয়ে থাকলে।
মরিচ গাছের ফুল ঝরে যাওয়ার প্রতিকার কি?
আমরা উপরের আলোচনা থেকে মরিচ গাছের ফুল ঝরে যায় কেন সে বিষয়ে জানতে পেরেছি। আপনি যদি অতিরিক্ত মরিচ গাছের ফুল ঝরে যাওয়া প্রতিরোধ করে আপনার মরিচের ফলন বৃদ্ধি করতে চান তাহলে প্রতিকারগুলো ভালো করে জানতে হবে। তাই এখন জেনে নিবো মরিচ গাছের ফুল ঝরে যাওয়া প্রতিকার সম্পর্কে। তাহলে এক নজরে মরিচ গাছের ফুল ঝরে যাওয়া প্রতিকার সম্পর্কে জেনে নেয়া যাক।
মরিচ গাছের ফুল ঝরে যাওয়ার প্রতিকার সমূহঃ
১. ফুল আসার সময় হঠাৎ করে অতিরিক্ত তাজা গোবর ও ইউরিয়া সার দেয়া যাবে না।
২. জমিতে প্রতি ৭ দিনে ৩-৪ বার বোরন সার প্রয়োগ করতে হবে।
৩. পানি সেচ দেয়ার সময় লক্ষ্য রাখতে হবে যেন অতিরিক্ত পর্যায়ে পানি সেচ দেয়া না হয়।
৪. মরিচ গাছের গোড়ায় যেন পানি জমে না থাকে সে দিকে লক্ষ্য রাখতে হবে।
৫. মাটিতে প্রয়োজন অনুসারে ইউরিয়া, পটাশ ও ফসফরাস সার প্রয়োগ করতে হবে।
৬. পরাগায়নের সময় কখনো কীটনাশক স্প্রে পয়োগ করা যাবে না।
৭. প্রতি ৭ দিনে ৩-৪ বার হরমোন জাতীয় পণ্য স্প্রে জিব্রালিক এসিড অথবা ট্রায়াকন্টোনোল হরমোন প্রয়োগ করতে হবে।
৮. মরিচ ফুলের চোষক পোকা নিয়ন্ত্রণে রাখতে হবে।
৯. ফুলের চোষক পোকা নিয়ন্ত্রণের জন্য কীটনাশক স্প্রে করতে হবে। ( এসব পোকা নিয়ন্ত্রণের জন্য ইমিডাক্লোপ্রিড কীটনাশক ব্যবহার করতে হবে। ইমিডাক্লোপ্রিড কীটনাশক ঔষধের মধ্যে ইনতেফা, টিডো, নাইট্রো, ইমিটাফ উল্লেখযোগ্য। প্রতি ১ লিটার পানিতে ১ মি.লি. হারে কীটনাশক ঔষধ মিশিয়ে স্প্রে করে প্রয়োগ করা যাবে। )
আমাদের কথাঃ আশা করছি আজকের আর্টিকেল মরিচ গাছের ফুল ঝরে যায় কেন ও এর প্রতিকারগুলো কৃষক ভাইদের জন্য খুবি উপকারে আসবে। আপনার মরিচ গাছে যদি বেশি পরিমাণে ফুল ঝরে পড়ে তাহলে উপরের দেয়া প্রতিরোধের উপায়গুলো মেনে চললে সমস্যার সমাধান পেয়ে যাবেন। ধন্যবাদ।।