আমরা সবাই চাই আমাদের ভালবাসা সব সময় সুন্দর এবং পরিপূর্ণ থাকুক। আর আমাদের ভালবাসা পরিপূর্ণ রাখার জন্য অনেক কিছু করে থাকি। বর্তমান সময়ে আমরা আমাদের ভালবাসার প্রিয় জনকে রোমান্টিক স্ট্যাটাস বা এসএমএস পাঠিয়ে থাকি। আজকে আমরা এমন কয়েকটি লাভ স্ট্যাটাস বা ভালবাসার স্টাটাস এই পোস্টে লিখেছি, যা আপনারা আপনাদের প্রিয়জনকে পাঠাতে পারবেন।
নীল নয়না তুমি আমার স্বপ্ন, তোমাকেই ভালবাসি,
আমি চাই সারাটি জীবন তুমি আমার হয়ে থেকো।
Neel noyona tumi amar sopno, tomakei valobasi,
Ami chai sarati jibon tumi amar hoye theko.
হঠাৎ মনে পরলে তোমায় বুকে কাঁপন উঠে,
মনটা বলে বারে বারে তুমি যদি আমার হতে।
সারাটি জীবন রাখবো তোমায় আগলে রেখে,
কমবে না ভালবাসা যাক না সব কিছু পেকে।
Hothat mone porle tomay buke kapon ute,
Monta bole bare bare tumi Jodi amar hote.
Sarati jibon rakhbo tomay agle rekhe,
Kombe na valobasa jak na sob kichu peke.
তুমি আমার সব কিছু, তুমি আমার ডিয়ার,
ইচ্ছা করে সব সময়, করি তোমায় কেয়ার।
সকাল, দুপুর, সন্ধ্যা, রাত পরে তোমায় মনে,
যদি তুমি থাকো দূরে থাকবো ভালো কেমনে।
Tumi amar sob kichu, tumi amar dear,
Eccha kore sob somoy, kori tomay care.
Sokal, dupur, sondha, rat pore tomay mone,
Jodi tumi thako dure thakbo valo kemne.
কন কনে শীতে যখন বুকে ধরে মৃদু কাঁপন,
বেশি বেশি তোমায় মিস করি, ওগো প্রিয়ো আপন।
থাকতে যদি আমার পাশে, হাতটি আমার ধরে,
রাখতাম তোমায় বুকের মাঝে সারাটি দিন ধরে।
Kon kone sheete jokhon, buke dhore mridu kapon,
Beshi beshi tomay miss kori, ogo priyo apon.
Thakte jodi amar pashe, hatti amar dhore,
Rakhtam tomay buker majhe sarati din dhore.
ইচ্ছে করে তোমায় নিয়ে অনেক দূরে ঘুরতে,
হঠাৎ করে হারিয়ে যাবো লাল বালির মরুতে।
মন মতো করবো তোমায় আছে যতো আদর,
দুষ্টুমিতে পাহারা দেবে চারিদিকে শুধু কাপড়।
Ecche kore tomay niye onek dure ghurte,
Hothat kore hariye jabo lal balir morute.
Mon moto korbo tomay ache joto ador,
Dushtumite pahara debe charidike shudhu kapor.
মন থেকে লিখছি তোমায়, আমার এই রোমান্টিক স্ট্যাটাস,
আমার প্রতি বিশ্বাস রেখো, কখনো হবো নাগো ক্যাকটাস।
Mon theke likhchi tomay, amar ei romantic status,
Amar proti bisshas rekho, kokhono hobo nago cactus.
সন্ধ্যা যখন নেমে আসে, পাখিরা যখন নীড়ে ফিরে,
মনে মনে ভাবতে থাকি কবে তুমি আসবে আমার ঘরে।
তুমি আর আমি থাকবো ঘরে আমরা শুধু দুজন,
সেই সাথে আসবে ঘরে ফুট ফুটে নতুন প্রিয় জন।
Sondha jokhon neme ase, pakhira jokhon neere phire,
Mone mone vabte thaki, kobe tumi asbe amar ghore.
Tumi a rami tkakbo ghore, amra shudhu dujon,
Sei sate asbe ghore, phut phute notun priyo jon.
জানি প্রথম দেখায় কখনো প্রেম হয় না, হয় শুধু মাত্র একটু ভালো লাগা,
আমি চাই ভালো লাগাকে প্রেমে পরিণত করতে, যদি তুমি রাজি থাকো।
Jani prothom dekhay kokhono prem hoy na, hoy shudhu mattro ektu valo laga,
Ami chai valo lagake preme porinoto korte, jodi tumi raji thako.
আমি যদি তোমার ভালবাসার যোগ্য হতে পারি তাহলে এটি হবে রোমান্টিক স্ট্যাটাস,
আর যদি তোমার যোগ্য না হই তাহলে এটি হবে আমার জন্য এক কষ্ট দায়ক বিষাদের স্ট্যাটাস।
আশা করি ভেবে চিন্তে তোমার প্রতি আমার এই ভালবাসার স্টাটাস এর উত্তর দেবে।
Ami jodi tomar valobasar joggo hote pari tahole eti hobe romantic status,
Ar jodi tomar joggo na hoi tahole eti hobe amar jonno ek koshto dayok bishader status.
Asha kori vebe chinte tomar proti amar ei valobasar status er uttor debe.
এ ধরনের রোমান্টিক স্ট্যাটাস, লাভ স্ট্যাটাস বা ভালবাসার স্টাটাস পেতে আমাদের সাথেই থাকুন। এছাড়া আপনাদের কোনো মতামত থাকলে, আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দিতে ভুলে যাবেন না। আমরা চাই আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য।
কিন্তু তার মধ্য থেকে আমাদের অনেক কিছু ভুল হতে পারে। আমাদের এই ভুলগুলো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।।