আমরা অনেকে প্রিয়জনকে শুভ রাত্রি শুভেচ্ছা বার্তা পাঠানোর জন্য অনলাইনে এসএমএস খুঁজে থাকি। তাদের জন্য এই আর্টিকেলে আমরা আলোচনা করেছি শুভ রাত্রি রোমান্টিক মেসেজ সম্পর্কে। এই আর্টিকেলে শুভ রাত্রি মেসেজ এর পাশাপাশি শুভ রাত্রি পিক পাবেন। অর্থাৎ, শুভ রাত্রি স্ট্যাটাস এর সাথে শুভ রাত্রি ছবি ও শেয়ার করা হয়েছে। যা আপনি আপনার প্রিয়জনকে খুব সহজে শুভেচ্ছা বার্তা পাঠাতে পারবেন আমাদের এই আর্টিকেলের সাহায্য নিয়ে।
যেহেতু আমরা এই আর্টিকেলে শুভ রাত্রি শুভেচ্ছা বার্তার পাশাপাশি শুভ রাত্রি ছবি শেয়ার করেছি। তাই আপনি আপনার পছন্দের মেসেজ বা ছবি নিয়ে আপনার প্রিয়জনকে পাঠাতে পারেন। আশা করি আমাদের শেয়ার করা মেসেজ বা ছবিগুলো ভালো লাগবে। বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত আলোচনা করা যাক।
শুভ রাত্রি
প্রিয়জনকে ঘুমানোর পূর্বে আমরা অনেকে শুভ রাত্রি শুভেচ্ছা বার্তা পাঠাতে পছন্দ করি। এছাড়া অনেকে শুভ রাত্রি রোমান্টিক মেসেজ পাঠাতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। এই সব কিছু নিয়ে এই আর্টিকেলে বিস্তরভাবে আলোচনা করা হয়েছে। শুভ রাত্রি অনেকের জন্য এক আনন্দেরও বটে। কেন জানেন? কারণ হচ্ছে রাতের আধারে মিটিমিটি জোনাকি পোকা দেখা যায়। রাতের খোলা আকাশে তারার মেলা দেখা যায়। এছাড়া পূর্ণিমা রাতে চাঁদের অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায়। যা অনেকের জন্য খুবি আনন্দের মুহূর্ত হয়ে দাড়ায়।
যাইহোক, এখন আসি আমাদের মূল বিষয় শুভ রাত্রি মেসেজ নিয়ে। যেহেতু আমাদের এই আর্টিকেলের প্রধান টপিক হচ্ছে শুভ রাত্রি স্ট্যাটাস নিয়ে আলোচিত বিষয়। তাই মূল বিষয় নিয়ে আলোচনা করে ফেলি।
শুভ রাত্রি শুভেচ্ছা
❑ এই ঘনকালো রাত্রি জীবনে অনেক স্মরণীয় ঘটনা উপহার দিয়ে যা যায়। যা কখনো শত চেষ্টার মাঝেও এমন ধরনের ঘটনা পুনরাবৃত্তি হয় না। — Good Night
ঘুমিয়ে গেছে পাখিরা সব, নিস্তব্ধ চারিদিক,
এই গভীর রাত্রি শেষে হবে আলোকিত সর্বদিক।
হয়েছে সময় ঘুমিয়ে ঘুমিয়ে সুন্দর স্বপ্ন দেখা,
রাত্রি শেষে চলবে জীবনের সংগ্রাম সচল চাকা।
দিনের পর রাত্রি, রাত্রির পর দিন এই তো জীবন,
আজকের এই রাতটি যেন হয় সুন্দর স্মৃতিচারণ।
— Good Night
❑ স্বপ্ন দেখা ভুল নই, বরং সুন্দর স্বপ্ন জীবনকে সামনে এগোতে সাহায্য করে। তাই তো জেগে থেকে এবং ঘুমিয়ে ঘুমিয়ে বেশি বেশি সুন্দর স্বপ্ন দেখা জীবনের জন্য উত্তম। — Good Night
মুক্তভাবে এদিক ওদিক উড়ছে এক ঝাক জোনাকি,
রাত্রির এই খেলা দেখতে মেটেছে আমার দু’আখি।
দূরের ওই অসীম আকাশে বসেছে তারার মেলা,
নির্মল চিত্তে দেখতে চলেছি তারাদের সেই খেলা।
আজকের রাতটি হয়েছে কি এক অপরূপ সুন্দর!
সুন্দর এই রাতটি উপভোগ করতে বলছে অন্তর।।
— Good Night
❑ প্রকৃতির লীলা খেলায় যেমন দিনের পরে রাত এবং রাতের পরে দিন আসে। ঠিক তেমনি জীবন সংগ্রামে কোনো এক সময় ভালো এবং কোনো এক সময় খারাপ আসে। যা সবাই মানতে বাধ্য। — Good Night
রাত হয়েছে অনেক গভীর,
এইতো হলো ঘুমানোর সময়।
তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো গো,
জেগে থেকো না এই অসময়।
— Good Night
❑ পূর্ণিমায় ভরা আলোকিত চাঁদের দিকে যখন তাকায়। ঠিক সেই সময় তোমার কথা মনে পড়ে। ইচ্ছে করে পূর্ণিমার অপূর্ব রাতে দুজনে একসাথে বসে মনের ভিতরে থাকা সমষ্ট আশা-আকাঙক্ষা নিয়ে গল্প করি। — Good Night
শুভ রাত্রি রোমান্টিক মেসেজ
যারা বেশি করে শুভ রাত্রি রোমান্টিক মেসেজ খুঁজে থাকেন তাদের জন্য এই শুভ রাত্রি শুভেচ্ছা বার্তার মেসেজগুলো। আপনি আপনার প্রিয়জনকে সহজে এই মেসেজগুলো পাঠাতে পারেন। তাহলে চলুন এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়ে যাক –
এই গভীর রাতে হঠাৎ মিস করছি তোমায় বিষণ,
ইচ্ছে করছে দেখতে তোমার সুন্দর ঠোঁট, দু’নয়ন।
জোৎস্না রাতে বসে দেখবো চাঁদের ওই আলো,
সেই সাথে রোমান্টিকতায় থাকবো অনেক ভালো।
রোমান্টিকে ভরে উঠবে আমাদের প্রেম কাহিনী,
তোমার চুলে গুজিয়ে দিবো অপরূপ কামিনী।।
— Good Night
❑ গভীর এই রাতে ইচ্ছে করে তুমি আর আমি বসবো খোলা আকাশের নিচে। দূরের ওই আকাশে তাকিয়ে থেকে তারাদের মেলা দেখে দেখে আমাদের প্রেমের রোমান্টিকতা ফুটিয়ে তুলবো। — Good Night
ভেবে ভেবে হঠাৎ একে ফেলি তোমার ছবি,
এমন সময় তোমাকে লিখতে হয়ে যায় কবি।
শুধু তোমায় ভাবতে ইচ্ছে করে এই মনে,
তোমাকে ছাড়া ভালো থাকি বলো কেমনে?
দিন-রাত প্রতিটি সময় হলে আমার স্বপ্ন,
তুমি কি জানো? তুমি আমার বিশেষ রত্ন??
— Good Night
❑ তুমি কি জানো? আমার ভালোবাসার রোমান্টিকতা সারাক্ষণ তোমায় খুঁজে বেড়ায়? সেটা হোক দিন, সেটা হোক রাত। কারণ তুমি আমার জীবনের চেয়েও অনেক কিছু। — Good Night
প্রেম প্রেম খেলায় ডুববো তুমি আমি দু’জন,
এমন রোমান্টিক প্রেম খেলতে পারে ক’জন।
তুমি হলে আমার রূপকথার সেই যে পরী,
শুধু যে তোমায় না ভেবে কি বা করতে পারি!
তোমার মাঝে খুঁজে পায় আমারোই সুখ,
তাইতো স্বপ্নতে ভরে থাকে আমার এই বুক।।
— Good Night
❑ এক মাত্র সেই প্রেম ভালোবাসার অসাধারণ অনুভূতি অনুভব করে যে সত্তিকারের প্রেমের সাগরে ডুবে থাকে। প্রেমের মাধ্যমে যে এক অনুভূতি পাওয়া যায়, যা অন্য কোথাও পাওয়া যায় না। — Good Night
শুভ রাত্রি স্ট্যাটাস
আপনি যেকোনো সময় আমাদের এই আর্টিকেলের সাহায্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুভ রাত্রি স্ট্যাটাস দিতে পারেন। যারা শুভ রাত্রি রোমান্টিক মেসেজ এর পাশাপাশি এ ধরনের স্ট্যাটাস খুঁজে থাকেন তাদের জন্য এই আর্টিকেল। তাহলে চলুন এ নিয়ে বিস্তারিত আলোচনা করে ফেলি –
রাতের আধারে খুঁজে নিও অসাধারণ অনুভূতি,
অন্য কোথাও খুঁজলে এমনটা পাবে নাকো তুমি।
রাতের মৃদু আলোয় অনুভূতির সেরা অনুভূতি,
নিজের ছায়ার সাখে খেলা করা অসাধারণ দুষ্টুমি।
— Good Night
❑ যদি দিন ও রাত এই অসাধারণ চক্র বিদ্যমান না থাকতো তাহলে জীবনে অন্যরকম অনুভূতি কখনো খুঁজে পেতাম না। কারণ আমরা দিন এবং রাতের মাঝে ভিন্ন ভিন্ন অসাধারণ অনুভূতি পেয়ে থাকি। — Good Night
সারা দিনের ক্লান্তি শেষে রাতে ঘুমাতে যায়,
একমাত্র রাতের ঘুমে পাবে সেই শ্রেষ্ট সুখ,
যা অন্য কোথাও নাই।। — Good Night
❑ খোলা আকাশের নিচে বসে অপূর্ব চাঁদের দিকে তাকিয়ে যখন নির্মল চিত্ত নিয়ে অনুভব করতে শুরু করবেন, মনে রাখবেন এ ধরনের অনুভূতি দ্বিতীয় কোথাও পাবেন না। — Good Night
শুভ রাত্রি মেসেজ
❑ সারা দিনের ক্লান্তি দূর করতে পারে কে জানেন? এক মাত্র এই ক্লান্তি দূর করতে পারে রাতের ঘুম। তাইতো এক বাক্যে বলা যায় ঘুমের চেয়ে শ্রেষ্ট ঘুম হলো রাতের ঘুম। — Good Night
দূর আকাশের ওই মিটিমিটি তারা,
মিষ্টি করে দিয়ে যাচ্ছে যে ইশারা।
নির্মল রাতে শুরু জোনাকির খেলা,
দেখতে ইচ্ছে জাগে সারাটি বেলা।
কানে আসছে ঝিঁ ঝিঁ পোকার শব্দ,
তা শুনতে হয়েছি শান্ত নিরব স্তব্ধ।
— Good Night
❑ রাতের আধারে একটি মোমবাতি জ্বালিয়ে সেই আলোর মাঝে যখন শান্ত মনে কোনো কিছু করতে বসবে, তখন এ ধরনের অনুভূতি দ্বিতীয় কোথাও খুঁজলেও পাবেন না। — Good Night
রাত এখন অনেক গভীর,
ছুয়ে পড়ো ঘুমের দেশে।
স্বপ্ন পরী দেখতে হলে,
আর থেকো নাতো বসে।
তাইতো আমি ঘুমিয়ে পড়েছি,
অপরূপ স্বপ্নের ওই খোঁজে।
— Good Night
❑ সারা দিনের ব্যস্তটায় ঘটে যাওয়া মুহূর্তগুলো ভাবার অন্যতম শ্রেষ্ট সময় হলো রাত। কারণ রাতে চারিদিক থাকে নিস্তব্ধ, যা শুয়ে শুয়ে শান্ত মনে ব্যস্তটার ঘটনাগুলো ভাবা যায়। — Good Night
Also Read:
- শুভ সকাল শুভেচ্ছা SMS, কবিতা ও ছবি
- শুভ দুপুর শুভেচ্ছা মেসেজ, কবিতা ও ছবি
- শুভ সন্ধ্যা শুভেচ্ছা মেসেজ, কবিতা ও ছবি
- বড় ভাইকে জন্মদিনের শুভেচ্ছা মেসেজ
শুভ রাত্রি ছবি
যারা বিশেষ করে শুভ রাত্রি ছবি খুঁজে থাকেন তাদের জন্য এই আর্টিকেলটি। কারণ তাদের জন্য অসাধারণ শুভ রাত্রি পিক বা ছবি শেয়ার করা হয়েছে। আমাদের বিশ্বাস শেয়ার করা শুভ রাত্রি শুভেচ্ছা ছবিগুলো আপনাদের অনেক ভালো লাগবে।
সর্বশেষঃ আশা করছি উপরের শেয়ার করা আর্টিকেলটি আপনাদের ভালো লাগবে। আমরা শুভ রাত্রি শুভেচ্ছা, শুভ রাত্রি রোমান্টিক মেসেজ, শুভ রাত্রি ছবি সহ গ্রহণযোগ্য একটি আর্টিকেল শেয়ার করার চেষ্টা করেছি। আমাদের এই আর্টিকেলে শেয়ার করা শুভ রাত্রি বার্তাগুলো আপনাদের প্রিয়জনকে যে কোন সময় পাঠাতে পারেন। এ ধরনের আর্টিকেল নিয়মিত পড়তে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।।