বাংলাদেশ থেকে সৌদি আরব যেতে কত সময় লাগে?

আমাদের আজকের আর্টিকেল থেকে আপনারা বাংলাদেশ থেকে সৌদি আরব যেতে কত সময় লাগে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তাই আপনি যদি জানতে চান যে বাংলাদেশ থেকে সৌদি আরবে যেতে কত সময় লাগে তাহলে আমাদের আজকের আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন তাহলে এই বিষয়টি সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন।

বাংলাদেশ থেকে সৌদি আরব যেতে কত সময় লাগে?

বাংলাদেশ থেকে যদি আপনি সৌদি আরবে যেতে চান তবে আপনার মোট ৬ ঘন্টা ৪০ মিনিটের মতো সময় লাগতে পারে। তবে যদি যাত্রা পথে বিভিন্ন বিমান বন্দরে যাত্রা বিরতি দিয়ে থাকে কিংবা থেমে থেমে যদি যায় তবে সেক্ষেত্রে একটু বেশি সময় লাগতে পারে।

❑ আরো কিছু অতিরিক্ত তথ্য দেওয়া হল ………

সৌদি আরবের ইতিহাস

১৫১৭ সালের দিকে প্রথম সেলিমের মদিনা ও মক্কার অধিগ্রহণের শুরু হতেই ১৬ শতকে অটোমান তাদের সাম্রাজ্যকে হেজাজ, লোহিত সাগর সহ আশির অঞ্চল এবং পারস্য উপসাগর অঞ্চলের আল হাসাকে তাদের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেছিল। আর এই অঞ্চল সব থেকে বেশি পরিমাণে জনপ্রিয় অংশে পরিণত হয়ে যায় যেটা বর্তমান সময়ে এখন সকলের কাছে সৌদি আরব নামে পরিচিত।

FAQ

## সৌদি আরবের রাজধানীর নাম কি?
সৌদি আরবের রাজধানীর নাম হচ্ছে Riyadh.

## সৌদি আরবের আয়তন কত?
❑ সৌদি আরবের আয়তন হচ্ছে ২১ লাখ ৫০ হাজার বর্গকিলোমিটার (৮,৩০,০০০ বর্গমাইল)।

## আয়তনের দিক থেকে সৌদি আরবের অবস্থান কত?
❑ ২১,৫০,০০০ বর্গ কিমি আয়তনের এই দেশটি হলো এশিয়ার সবথেকে বড় আরব দেশ এবং আলজেরিয়ার পরে আরব বিশ্বে দ্বিতীয় বহৃত্তম একটি দেশ। সৌদি আরবের উত্তরে জর্দান এবং ইরাক, উত্তরপূর্বে কুয়েত ,পূর্বে কাতার, বাহরাইন এরপরে সংযুক্ত আরব আমিরাত অবস্থিত, দক্ষিণ-পূর্বে ওমান ও দক্ষিণে দিকে ইয়েমেন অবস্থিত।

## সৌদি আরবকে সৌদি আরব বলা হয় কেন?
❑ সৌদি আরবের কথাটা উল্লেখ করার সময়ে ফিফা KSA সংক্ষিপ্ত নাম অথবা দেশের কোড ব্যবহার করা বেছে নেওয়া হয়েছে। KSA এর অর্থ সৌদি আরবের রাজ্য এবং এটি দেশটির সরকারি শিরোনাম। রাজকীয় ডিক্রি দ্বারা হেজাজ ও নজদের দ্বৈত রাজ্য একীভূত হবার পর থেকে ই ১৯৩২ সালে সৌদি আরব রাজ্য গঠিত করা হয়েছিল।

## সৌদি আরবে তেল কবে আবিষ্কৃত হয়?
❑ আপনি কি এই বিষয়টি জানতেন যে, সৌদি আরব বিশ্বের বহৃত্তম ক্রমাগত বালি মরুভূমির আবাসস্থল – রুব আল-খালি, অথবা খালি কোয়ার্টার। ১৯৩৮ সালের মার্চ মাসে দাম্মাম তেলক্ষেত্রে 1,440 মিটার গভীরতায় সৌদি আরবে তেল সবার প্রথমে আঘাত হানে।

## সৌদি আরবের মুদ্রার নাম কী?
❑ সৌদি আরবের মুদ্রার নাম দীনার।

## সৌদি আরবে হিন্দুদের সংখ্যা কত?
❑ হিন্দু ধর্ম সৌদি আরবের তৃতীয় বহৃত্তম ধর্ম ও এই দেশটিতে যারা বসবাস করে তাদের মধ্যে প্রায় মোট জনসংখ্যা জনসংখ্যার প্রায় ১.৩%। ২০২০ সালের একটি তথ্য অনুযায়ী সৌদি আরবে হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যা রয়েছে প্রায় আনুমানিক ৪৫১,৩৪৭ জন এবং এটি প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে যারা রয়েছেন তারা বেশির ভাগই ভারতীয় এবং নেপালি বংশোদ্ভূত।

## বর্তমান সৌদি টাকার মান কত?
❑ বর্তমান সময় এবং সৌদি আরবের টাকার মান হল বাংলাদেশি টাকায় 28.82 টাকা।

## সৌদি আরব কোন মহাদেশে অবস্থিত?
❑ সৌদি আরব এশিয়া মহাদেশ অবস্থিত।

## সৌদি আরবের মসুলিম জনসংখ্যা কত?
❑ পরিসংখ্যান

  • সুন্নি ইসলাম (৭৪%)
  • শিয়া (২০%)
  • খ্রিস্টান (৪.৫%)
  • হিন্দু (১.৫%)
  • বৌদ্ধ (০.২১%)

Also Read:

## সৌদি আরবের প্রথম বাদশাহ কে ছিলেন?
❑ বাদশাহ আব্দুল আজিজ আল-সৌদ ১৯৩২ সালের দিকে সৌদি আরবের আধুনিক রাজ্য প্রতিষ্ঠা করার পর থেকেই এটা রূপান্তর করা হয় বিস্ময়কর। কয়েকটা দশকের মধ্যেই, কিংডম নিজেকে একটা মরুভূমি থেকে একটি আধুনিক, পরিশীলিত রাষ্ট্র ও আন্তর্জাতিক মঞ্চে ১টি প্রধান খেলোয়াড়ে পরিণত করে ফেলেছে।

## বাংলাদেশ থেকে সৌদি আরবের বিমান ভাড়া কত?
❑ বাংলাদেশের ঢাকা টু রিয়াদ বিমান টিকেট এর দাম ৪৮ হাজার টাকা।

সর্বশেষঃ উপরের আলোচিত আর্টিকেলের সাহায্যে বাংলাদেশ থেকে সৌদি আরব যেতে কত সময় লাগে এবং সৌদি আরবের অজানা বিভিন্ন বিষয়ে জানতে পেরেছেন। এ ধরনের তথ্যবহুল আর্টিকেল নিয়মিত পেতে চাইলে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।।