দ্রুত ভ্রমণ করার জন্য সবচেয়ে ভালো একটি বহন হচ্ছে বিমান। আমাদের দেশেও আগে বিমান না থাকলেও এখন বিমানের কমতি নেই। দেশে রয়েছে বিশাল বড় বড় বিমান বন্দর। আর বাইরের দেশে যেতে বলে অবশ্যই বিমানে চলে যেতে হয়। কিন্তু আমাদের মধ্যে অনেকে রয়েছি যারা টিকিট বুকিং করতে পারিনা। যার ফলে বিভিন্ন দালালের মাধ্যমে বিমানের টিকিট বুকিং করতে হয়। এতে করে আপনাদের অতিরিক্ত টাকা গুনতে হয়। কিন্তু আমাদের আর্টিকেল পড়লে আপনি সহজে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট বুকিং করে ফেলতে পারবেন কোন দালাল কিংবা অসুবিধা ছাড়াই। তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের আলোচনার মূল বিষয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
বাংলাদেশ এয়ারলাইন্স হচ্ছে বাংলাদেশের একমাত্র সরকারি একটি প্রতিষ্ঠান। যা বাংলাদেশ থেকে বিভিন্ন স্থানে ভ্রমণ করার জন্য উল্লেখযোগ্য একটি বিমান। এবং এটি সরকারি হওয়ার সঙ্গে সঙ্গে রয়েছে আরও বেশ কিছু সুযোগ সুবিধা যা শুধুমাত্র এই বিমানই দিতে পারবে। অন্যান্য বিমানগুলো খুব ভালো কোয়ালিটির হলেও বাংলাদেশের সরকারি বিমান কিন্তু কোন অংশেই কম পারফরম্যান্স বর্তমান সময়ে রাখছে না।
বাংলাদেশের সরকারি বিমান ও বর্তমান সময় খুবই ভালো পরিমাণে একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে আমাদের বাংলাদেশের অর্থনীতিতে। এই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে বাংলাদেশের ও প্রচুর অর্থ সম্পদ অর্জন করা সম্ভব হচ্ছে সরকারি অর্থ খেতে। এছাড়াও কোন ভাড়ায় বিভিন্ন জায়গায় ভ্রমণের জন্য সবচেয়ে ভালো একটি এয়ারলাইন্স হিসেবে পরিচিত হচ্ছে আমাদের বাংলাদেশের এই সরকারি প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন।
এমনকি বাংলাদেশসহ বিশ্বের বাইরে বিভিন্ন জায়গাতে ভ্রমণের জন্য এই বিমান সবচাইতে ভালো। বর্তমানে আন্তর্জাতিকভাবে 16 টি দেশে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কার্যক্রম পরিচালনা করছেন। উইকিপিডিয়ার সর্বশেষ তথ্য মোতাবেক ২০১৯ সালের সর্বশেষ সূত্র অনুযায়ী ২০৮২ কোটি অর্থ সম্পদের পরিমাণ রয়েছে আমাদের দেশের নির্মিত এই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট বুকিং
বর্তমানে সকল অনলাইন টিকিট প্লাটফর্মের মতোই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকিট বুকিং করা যাচ্ছে অনলাইনে। আপনি চাইলে সহজেই বিমান বাংলাদেশ ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে বিমানের টিকেট বুকিং করতে পারবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট বুকিং দেওয়ার জন্য অনলাইন পারফরমেশন সঙ্গে সঙ্গে সরাসরি কল করেও টিকিট পেতে পারেন।
কল করার জন্য এই নাম্বারে (০২ ৮৯০১৬০০) ফোন দিবেন। তাছাড়াও আপনি চাইলে আরো বেশ কিছু মাধ্যমে টিকিট কাটতে পারেন যার মধ্যে উল্লেখযোগ্য দালাল। দালাল ছাড়াও আপনি চাইলে সহজেই কোনো একটি এলাকার অনলাইন প্লাটফর্ম। অথবা কোন একজন কম্পিউটার স্পেশালিস্ট এর কাছ থেকে টিকিট কেটে নিতে পারেন। তবে অনলাইনের মাধ্যমে যেহেতু টিকিট কাটা যায় সেহেতু অনলাইনের মধ্যেই সবচাইতে ভালো এবং সিকিউরিটি অত্যন্ত বেশি থাকে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট চেক
টিকিট কাটার পরে অবশ্যই আপনাকে চেক করতে হবে। আপনার টিকিটটি কি সত্যি কাটা হয়েছে কিনা কিংবা আপনার টিকেটের সকল তথ্য এবং অন্যান্য সকল কিছু ঠিক রয়েছে কিনা। অনেক সময় বিভিন্ন মানুষজন টাকা লোভে আপনার জন্য টিকিট করেছে বলে দিবে। তবে আসলে তার টাকা নিয়ে নাই এবং পরবর্তীতে আমাদের অনেককেই টিকেট দেয় না। সেই কথা বিবেচনা করে আমরা আপনাদেরকে জানাচ্ছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট চেক করার সঠিক নিয়ম।
টিকিটটি চেক করার জন্য আপনি অনলাইনে বিমান বাংলাদেশের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। তারপরে সেখানে আপনার টিকিটের যে নাম্বারটি থাকবে সেটি দিতে পারেন। এবং ক্রিকেটের নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার নাম মোবাইল নম্বর এবং কোথায় যাচ্ছেন এবং কোন জায়গাতে নামবেন এবং প্রত্যেকটি গন্তব্য ডিটেলস চলে আসবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট দাম কত
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট দাম কত? এই কথাটি আমরা অবশ্যই জানতে চাচ্ছি। একই সঙ্গে বাংলাদেশের সবচাইতে ভালো একটি এয়ার লাইন্স হলেও এরাই সবচাইতে কম দামে আমাদের টিকিট দিয়ে থাকে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য। আর আসুন আপনাদের সামনে এই দাম উল্লেখ করি। প্রতিটি জায়গাতে যাওয়ার জন্য আলাদা আলাদা বিমানের টিকিটের ভাড়া হয়ে থাকে।
আর ঠিক একইভাবে আপনি যদি ঢাকা থেকে চট্টগ্রাম যেতে চান তাহলে একটি ভাড়া হবে। আবার চট্টগ্রাম থেকে মালয়েশিয়া যেতে চাইলে আরেকটি ভাড়া হবে। চট্টগ্রাম থেকে মালয়েশিয়া যেতে চাইলে প্রথমে চট্টগ্রাম থেকে ঢাকায় আসবে এবং ঢাকা বিমানবন্দর থেকে আপনাকে মালয়েশিয়া নিয়ে যাবে। সুতরাং আলাদা আলাদা কান্ট্রিতে যেতে চাইলে অবশ্যই আপনাকে আলাদা রকমের একটি ভাড়া বহন করতে হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ফ্লাইট সিডিউল
প্রত্যেকটি এয়ারলাইন্সের ফ্লাটের আলাদা আলাদা সিডিউল থাকে। সুতরাং আপনি কোন ফ্লাইটের অর্থাৎ কত নাম্বার ফ্লাইটে যেতে যাচ্ছেন সে ফ্লাইট এর নম্বরটি জেনে নিতে হবে। তারপরে সহজে অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে আপনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লাইট শিডিউল জেনে নিতে পারেন।
কেননা সকল সময় একই সিডিউল মেনে কখনোই কোন একটি এয়ারলাইন্সের বিনিম্ন চলতে পারে না। কেননা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা দেখা দেয়। সুতরাং আপনি এখন কিংবা যেকোনো সময় যখন যাচ্ছেন সে সময় সিডিউলটি অনলাইনের মাধ্যমে চেকআপ করে ফেলতে পারবেন।
Also Read:
- বাংলাদেশ রেলওয়ে টিকেট বুকিং নিয়ম ও টিকেট প্রাইস
- ডাচ বাংলা ব্যাংক লোন সুবিধা ও আবেদন পদ্ধতি
- ব্র্যাক এনজিও লোন পদ্ধতি, লোন সুবিধা ও সুদের হার
- প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নেওয়ার নিয়মাবলী
- কৃষি ব্যাংক লোন নেওয়ার নিয়ম, ইন্টারেস্ট রেট ইত্যাদি
- কর্মসংস্থান ব্যাংক লোন পদ্ধতি ও সুযোগ-সুবিধা
- ইসলামী ব্যাংক ডিপিএস খোলার নিয়ম ও লাভ-ক্ষতি
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফোন নাম্বার
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যোগাযোগের ফোন নাম্বার সমূহ নিচে দেওয়া হল –
Biman Call Center:
- +8801990997997 (8.00 AM to 8.00 PM)
Cargo Reservation:
- +88-02-8901500; Ex-8710
- +88-02-8901700 (0200 to 200LT)
Cargo Export:
- +88-02-8901500 Ex-8603
- +88-02-8901269 (24*7)
- +8801777715557
Cargo Import:
- +88-02-8901500; Ex-8101
Biman FLight Catering Cent.
- +88-02-8901760-64
Bangladesh Airlines Trainng:
- +88-02-8901308
Biman Poultry Complex Sales:
- +8801777715754
- +8801777715753
- +8801777715752
- +8801777715751
সর্বশেষঃ আপনি নিশ্চই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আজকের এই আর্টিকেলের সাহায্যে বিস্তারিত জানতে পেরেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সম্পর্কে কোন বিষয়ে জানার থাকলে অথবা মূল্যবান মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।।