জীবনানন্দ দাশের: বনলতা সেন কবিতা | Best Poem Ever 1/1

জীবনানন্দ দাশের প্রেমের কবিতা

প্রত্যেক ব্যক্তি জীবনে একটি বার হলেও প্রেমে পড়ে। জীবনানন্দ দাশকেও এই কোমল প্রেম ছুঁয়ে ছিল। যার জন্য তিনি অসাধারণ প্রেমের কবিতা উপহার দিয়ে গেছেন। কেননা আমরা জানি কেউ যখন প্রেমে পড়ে ঠিক তখনি তার থেকে প্রেমের অসাধারণ বাণী, কবিতা, গল্প, উপন্যাস আশা করা যায়। জীবনানন্দ দাশ এমন কিছু প্রেমের ছন্দের কবিতা দিয়ে গেছেন যা প্রেমকে আরও বেশি মধুময় করে তোলে।

জীবনানন্দ দাশের অসাধারণ সেই কবিতাবলী আমরা নিচে আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা জীবনানন্দ দাশের প্রেমের কবিতাগুলো পড়ে প্রেমের ছন্দে হারিয়ে যেতে পারেন।

কবিতাঃ তোমাকে ভালোবেসে
কবিঃ  জীবনানন্দ দাশ

আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল;
তবুও এ-জল কোথা থেকে এক নিমিষে এসে
কোথায় চ’লে যায়;
বুঝেছি আমি তোমাকে ভালোবেসে
রাত ফুরোলে পদ্মের পাতায়।

আমার মনে অনেক জন্ম ধ’রে ছিলো ব্যথা
বুঝে তুমি এই জন্মে হয়েছো পদ্মপাতা;
হয়েছো তুমি রাতের শিশির-
শিশির ঝরার স্বর
সারাটি রাত পদ্মপাতার পর;
তবুও পদ্মপত্রে এ-জল আটকে রাখা দায়।

নিত্য প্রেমের ইচ্ছা নিয়ে তবুও চঞ্চল
পদ্মপাতায় তোমার জলে মিশে গেলাম জল,
তোমার আলোয় আলো হলাম
তোমার গুণে গুণ;
অনন্তকাল স্থায়ী প্রেমের আশ্বাসে করুণ
জীবন ক্ষণস্থায়ী তবু হায়।

এই জীবনের সত্য তবু পেয়েছি এক তিল
পদ্মপাতায় তোমার আমার মিল
আকাশ নীল, পৃথিবী এই মিঠে
রোদ ভেসেছে, ঢেঁকিতে পাড় পড়ে;
পদ্মপত্র জল নিয়ে তার- জল নিয়ে তার নড়ে;
পদ্মপত্রে জল ফুরিয়ে যায়।