এই আর্টিকেলটি খুবি গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল আপনার জন্য হতে পারে। কারণ এই আর্টিকেলের সাহায্যে কোকা কোলা কোম্পানি, কোকা কোলা কোন দেশের কোম্পানি ও কোকা কোলা খেলে কি হয় সে বিষয়ে জানতে পারবেন। তাই এই বিষয়গুলো সম্পর্কে জানতে হলে আপনাকে সম্পূর্ণ আটিকেলটি ধৈর্য্য সহকারে পড়তে হবে। আমাদের বিশ্বাস এই আর্টিকেলটি পড়ার পর আপনি কোকা কোলা পরবর্তিতে পান করবেন কি করবেন না সে বিষয়ে অনেকটা চিন্তা করবেন। কোনো জিনিস বাহ্যিক দিক থেকে অনেক উপকারী মনে হলেও এর পিছনে অনেকগুলো ক্ষতিকর দিক থাকতে পারে। যা এই আর্টিকেলের সাহায্যে কোলাকোলা সম্পর্কে অনেকগুলো বিষয় জানতে পারবেন।
আরও পড়ুনঃ টেলিগ্রাম কি? টেলিগ্রাম থেকে ইনকাম কিভাবে করা যায়?
আপনার কাছে অনুরোধ থাকবে এই বিষয়ে জানতে হলে অবশ্যই ধৈর্য্য ধারণ করে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ে দেখার জন্য। আমরা মনে করি এই আর্টিকেলটি পড়লে আপনাকে কখনো হতাশ করবে না। বেশি কথা না বাড়িয়ে তাহলে আজকের মূল বিষয়ে আলোচনা করে ফেলি।
কোকা কোলা কোম্পানি
বর্তমানে বিশ্বের সব থেকে জনপ্রিয় কোমল পানীয় কোম্পানি হচ্ছে কোকা কোলা কোম্পানি। কোকা-কোলার অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে https://www.coca-cola.com । কোকা কোলা কোন দেশের কোম্পানি সেটা আপনি এবং আমি যে কেউ জানার আগ্রহ প্রকাশ করতে পারি। কোকা-কোলা কোম্পানি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র / আমেরিকান কোম্পানি। কোকা কোলার প্রধান কার্যলয় উৎপাদনকারী প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের জর্জিয়া প্রদেশের আটলান্টায় অবস্থিত। ২৭ মার্চ, ১৯৪৪ সালে কোকা কোলা কোম্পানী যুক্তরাষ্ট্রের রেজিস্টার্ড ট্রেডমার্ক লাভ করে।
জন স্টিথ পেম্বার্টন কোকা কোলা ফর্মুলার আবিষ্কারক। কোকা কোলা প্রথম দিকে পেটেন্টভুক্ত ওষুধ হিসেবে যাত্রা শুরু করে। পরে ১৮৮৬ সালের, ৮ মে কোলা-কোলা কোমল পানীয় হিসেবে বাজারে যাত্রা শুরু করে। প্রথম দিন মাত্র ৮ সেন্ট দামে যুক্তরাষ্ট্রের জর্জিয়া প্রদেশ আটলান্টা শহরে বিক্রি হয়। যা বর্তমানে সব থেকে জনপ্রিয় একটি কোমল পানীয় কোম্পানি কোকা কোলা। ধারণা করা হয় পৃথিবীতে কোকা কোলা প্রতিদিন ১৬০ কোটি গ্লাস বিক্রি হয়।
কোকা কোলা কোন দেশের কোম্পানি
আমরা পূর্বের অনুচ্ছেদে কোকা কোলা কোন দেশের কোম্পানি সে বিষয়ে জেনে নিয়েছি। তারপরেও আবার বলছি, কোকা-কোলা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র / আমেরিকান কোম্পানি। প্রথম অবস্থায় কোকা কোলা কম বিক্রি হলেও বর্তমানে কোকা কোলা বিশ্বের সবেচেয়ে জনপ্রিয় কোমল পানীয় কোম্পানি। যা বিশ্বের ২০০ দেশের অধিক দেশে কোলা কোলার প্রচলন রয়েছে। পানির তৃষ্ণা মেটানোর জন্য কোকা কোলা খুবি জনপ্রিয়। আবার অনেকে সখের বসে পান করে থাকে। মূলত দেখা দেখির মধ্য দিয়ে কোমল পানীয় কোকা কোলার ব্যবহারের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে।
কোকা কোলা খেলে কি হয়
আমরা প্রত্যেকে জানি কোকা কোলা খুবি জনপ্রিয় একটি কোমল পানীয়। অনেকে বিশেষ করে তৃষ্ণার্ত মেটানোর জন্য এই কোমল পানীয় পান করে থাকে। প্রথম দিকে কোকা-কোলা পেটেন্টভুক্ত ওষুধ হিসেবে যাত্রা শুরু করলে ও বর্তমানে এর যৌক্তিকতা নেই। পেটেন্টভুক্ত ওষুধ তো দূরের কথা বরং এর ক্ষতিকর দিক বেশি রয়েছে। নিচে কোকা কোলা খেলে কি হয় অর্থাৎ কোকা কোলার ক্ষতিকর দিকগুলো আলোচনা করবো।
কোকা-কোলার ক্ষতিকর দিকঃ
- কার্বনেটেড ওয়াটার, চিনি, ক্ষতিকারক অ্যাসিড (ফসফরিক অ্যাসিড), কৃত্রিম রং যা দেহের মধ্যে পেটে অ্যাসিডের মাত্রা ও শরীরে সুগারের মাত্রা বাড়িয়ে দেয়।
- কোকাকোলায় যেহেতু চিনির মাত্রা বেশি তাই পান করলে প্রয়োজনের তুলনায় গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয়। যা দেহের জন্য ক্ষতিকর।
- অতিমাত্রায় কোকাকোলা পান করলে পেটে চর্বির পরিমাণ বেড়ে যেতে পারে।
- কোকাকোলা পান করলে ঘুমের পাশাপাশি অলসতা দূর হলেও এর পানে কয়েক মিনিটের মধ্যে ব্লাড প্রেসারের মাত্রা বেড়ে যায়। এটা কন্ট্রোল করার জন্য লিভার রক্তে সুগার ছাড়তে শুরু করে। এর ফলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
- কোলাকোলায় ফসফরিক এসিড ও ক্যাফেইনের মাত্রা বেশি হওয়ার কারণে কোকাকোলা পান করলে শরীরের ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও জিংকের মাত্রা কমে যায়। যা শরীরের হাড় ও মাংস পেশীর জন্য ক্ষতিকর।
- কোলাকোলা পান করলে প্রসাবের সাথে শরীরের অধিক পানি বেড়িয়ে যায়। যা শরীরে ডিহাইড্রেশন বা পানিশূন্যতা সৃষ্টি করতে পারে।
- সাধারণত দাঁতের ক্ষয়, মাংস পেশির সমস্যা, ডায়াবেটিস, পেটে আলসার, অ্যাসিডিটি, চর্বির মাত্রা বেড়ে যাওয়া, হার্ড অ্যাটাকের মত বড় সমস্যা কোলাকোলা বেশি পান করার ফলে হতে পারে।
আমাদের কথাঃ কোকা কোলা কোন দেশের কোম্পানি, কোকা কোম্পানির অজানা তথ্যের পাশাপাশি অধিক কোকা কোলা পান করলে কি কি ধরনের ক্ষতি হতে পারে সে বিষয়ে এই আর্টিকেলের সাহায্যে জানতে পেরেছি। আশা করছি এই আর্টিকেল কোকা কোলা সম্পর্কে অনেক কিছু আপনাকে অবগত করেছে যা আপনার দৈনন্দিন জীবনে কার্যকরী ভূমিকা পালন করবে। কোকা কোলা তৃষ্ণা দূর করার জন্য পান করা হলেও পরে এর ক্ষতির মাত্রা বেশি হতে পারে এই কোমল পানীয় পান করার ফলে যা এই বিষয়ে অনেক কিছু জানতে পেরেছি এই আর্টিকেলের সাহায্যে। এই ধরনের গুরুত্বপূর্ণ আর্টকেল নিয়মিত পেতে আমাদের সাথেই থাকুন। এছাড়া আমাদের অন্যান্য আর্টিকেলগুলোও পড়ে নিন। ধন্যবাদ।।