মান্নার শেষ ছবি কেন ১৫ বছর পর মুক্তি পাচ্ছে

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চিত্রনায়ক মান্না ২০০৮ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চিরতরে চলে যান। সে সময় চিত্রনায়ক মান্নার শেষ ছবি “জীবন যন্ত্রণা” এর কাজ চলছিল। কিন্তু তার অকাল মৃ*ত্যুর কারণে সিনেমার কাজ অসম্পূর্ণ থেকে যায়। পরে সিনেমাটির শেষ দৃশ্য মান্নার ডাবিংয়ের কাজ অভিনয়শিল্পী রাতিন সম্পন্ন করেন।

চিত্রনায়ক মান্নার সাথে সিনেমায় মৌসুমী, বাপ্পারাজ, পপি, মিশা সওদাগর, শাহনূর, মুক্তি, দীঘি, আলীরাজ, আনোয়ারা, শহিদুল আলম সাচ্চু সহ আরো অনেকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন।

মান্নার শেষ ছবি “লীলামন্থন” হলেও পরে এর নাম পরিবর্তন করে “জীবন যন্ত্রণা” করা হয়। মূলত “জীবন যন্ত্রণা” একটি মু*ক্তিযু*দ্ধ বিষয়ক দৃশ্যের ছবি।

ছবির প্রযোজক খোরশেদ আলম খসরু জানান “লীলামন্থন” নামে ২০১১ সালে সেন্সর বোর্ডে মুক্তির জন্য জমা দেওয়া হয়। কিন্তু সেন্সর বোর্ড বিতর্কিত এই নামের কারণে ছাড়পত্র দিতে রাজি হয়নি। পরে ছবির নাম পরিবর্তন করে “জীবন যন্ত্রণা” করায় ২০২১ সালে মুক্তির জন্য ছাড়পত্র দেওয়া হয়। 

Also Read:

শাকিব খানের মোট সম্পত্তি, পরিবার ও ছবি সহ যাবতীয় তথ্য

জীবন যন্ত্রণা ছবিটির পরিচালক হিসেবে কাজ করেছেন জাহিদ হোসেন। ছবির প্রযোজক খোরশেদ আলম খসরু গণমাধ্যমকে বলেন চলতি বছরের ১৫ ডিসেম্বর মান্নার শেষ ছবির মুক্তি দেওয়া হবে। মান্নার ভক্তরা ছবিটি দেখার জন্য অনেক বেশি আগ্রহী হবে বলে তিনি মনে করেন।

জীবন যন্ত্রণা ছবির প্রযোজক মনে করেন ছবিটি মু*ক্তিযু*দ্ধ বিষয়ক হওয়ায় বিজয় দিবস মাসে মুক্তি দেওয়া মানানসই হবে। যা ১৫ বছর পর মান্নার সর্বশেষ ছবি মুক্তি পেতে চলেছে।

FAQ

## মান্নার শেষ ছবির নাম কি?
➤ চিত্রনায়ক মান্নার শেষ ছবির নাম “জীবন যন্ত্রণা”।

## মান্নার মোট কয়টি ছবি?
➤ মান্না অভিনীত মোট ছবির সংখ্যা ২৩৭ টি।