প্রিয়তমা ফুল মুভি মুক্তি পাওয়ার পর সিনেমা হলে প্রচুর উপছে পড়া ভিড় দেখা গিয়েছে। প্রিয়তমা মুক্তির এতদিন পরেও সিনেমা প্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। এখনো অনেক লোক প্রিয়তমা দেখার জন্য সিনেমা হলে যায়। প্রিয়তমা মুভি এতটাই অসাধারণ হয়েছে যে সবাই মুভিটি দেখার পর প্রশংসা করেছে। প্রিয়তমা দেখার পর মুভি প্রেমীরা মনে করছে আবারো বাংলা সিনেমার সুদিন ফিরে এসেছে।
একটা সময় মানুষ বাংলা সিনেমা দেখা প্রায় ভুলেই গিয়েছে। কিন্তু প্রিয়তমার মত দুর্দান্ত মুভি নির্মিত হওয়ায় সিনেমা প্রেমীরা নতুন করে সিনেমা হলে যাওয়া শুরু করেছে। সিনেমা প্রেমীরা প্রিয়তমা দেখার পর আশা করছে ভবিষ্যতে এ ধরনের অনেক চমকপ্রদ বাংলা মুভি নির্মিত হবে।
প্রিয়তমা মুভি
প্রিয়তমা মুভিতে অভিনয় করেছেন বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়তা অভিনেতা শাকিব খান। আর তার সাথে জুটি করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। সেই সাথে গুরুত্বপূর্ণ চরিত্রে আরো বেশ ক’জন অভিনেতা-অভিনেত্রী অভিনয় করেছেন।
- পরিচালকঃ হিমেল আশরাফ
- প্রযোজকঃ আরশাদ আদনান
- প্রধান অভিনয়েঃ শাকিব খান, ইধিকা পাল, শহীদুজ্জামান সেলিম
- দেশঃ বাংলাদেশ
- ভাষাঃ বাংলা
প্রিয়তমা ফুল মুভি কবে মুক্তি পায়?
প্রিয়তমা মুভি দুটি তারিখে মুক্তি পায়। সর্বপ্রথম প্রিয়তমা ফুল মুভি ২৯ জুন ২০২৩ বাংলাদেশে মুক্তি পায়। এরপর ৭ জুলাই ২০২৩ সালে উত্তর আমেরিকায় মুক্তি পায়।
প্রিয়তমা মুভির বাজেট কত?
২ ঘণ্টা ৩৫ মিনিট দৈর্ঘ্যের প্রিয়তমা মুভির জন্য নির্মাণব্যয় হয় ২ কোটি ৫০ লক্ষ টাকা। মুভিটির বাজেট এত বেশি না হলেও মোটামুটি পর্যায়ের বাজেট রাখা হয়েছে বলা যায়।
প্রিয়তমা মুভির মোট আয় কত?
বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বক্স অফিস কাঁপানো সিনেমা হচ্ছে প্রিয়তমা মুভি। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে আয় করা বাংলা মুভির মধ্যে প্রিয়তমা হচ্ছে সর্বপ্রথম। সেপ্টেম্বর ২০২৩ সালের হিসাব মতে প্রিয়তমা মুভির মোট আয় হচ্ছে ৪১.২৩ কোটি টাকা।
Also Read: শাকিব খানের মোট সম্পত্তি, পরিবার ও ছবি সহ যাবতীয় তথ্য
প্রিয়তমা ফুল মুভি নিয়ে তথ্য
প্রিয়তমা ফুল মুভি খুবি চমৎকার গল্পের কাহেনী নিয়ে নির্মিত একটি মুভি। যা প্রিয়তমা মুভি দেখার পর সবাই মুভিটির প্রেমে পড়ে যায় এবং সোশ্যাল মিডিয়ায় পশংসা করতে থাকে। তাই যারা প্রিয়তমা সম্পূর্ণ মুভি দেখেনি তারা একটি বার হলেও দেখার জন্য আগ্রহ প্রকাশ করে।
যাদের সিনেমা হলে গিয়ে প্রিয়তমা ফুল মুভি দেখার সুযোগ রয়েছে তারা সিনেমা হলে গিয়ে একবার হলেও মুভিটি দেখেছে। কিন্তু যাদের সিনেমা হলেও গিয়ে মুভিটি দেখার জন্য কোনো অবস্থা নেই তারা অনলাইনের উপর নির্ভরশীল হয়ে পড়ে।
বর্তমানে প্রিয়তমা মুভি অনলাইন ওটিটি প্ল্যাটফর্মে চলে এসেছে। যাদের সিনেমা হলে গিয়ে প্রিয়তমা দেখার মত কোনো অবস্থা নেই তারা চাইলে কিছু নির্দিষ্ট পরিমাণ সাবস্ক্রিপশন ফি দিয়ে দেখতে পারবেন। যারা প্রিয়তমা মুভিটি অনলাইনে দেখতে চান তারা Bioscopelive এ দেখতে পারেন।
সর্বশেষঃ আলোচিত আর্টিকেলের সাহায্যে আপনারা নিশ্চই প্রিয়তমা ফুল মুভি সম্পর্কিত অজানা বিভিন্ন বিষয়ে জানতে পেরেছেন। এ ধরনের মুভি রিলেটেড বিভিন্ন তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।।