২০২২ সালের কাতার বিশ্বকাপে মোট ৩২ টি দল অংশগ্রহণ করবে। বাছাই পর্বে অত্যন্ত প্রতিযোগিতার সাথে এই ৩২ টি দল ফিফা বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার নিশ্চিত করেছে। আবার এই ৩২ টি দলকে মূল পর্বের খেলায় ৮ টি গ্রুপে ভাগ করা হয়েছে। আজকের এই আর্টিকেলে কাতার বিশ্বকাপ গ্রুপ ২০২২ তালিকা নিয়ে আলোচনা করা হবে। অর্থাৎ, কোন দেশের জাতীয় ফুটবল দল কোন গ্রুপে খেলবে তা আলোচনা হবে।
ফিফা বিশ্বকাপ ফুটবল মানে একটি বাড়তি উত্তেজনা। এবারের ২২ তম আন্তর্জাতিক ফিফা বিশ্বকাপ ফুটবল প্রথম বারের মত কাতারে অনুষ্ঠিত হতে চলেছে। যা এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয় আন্তর্জাতিক ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।
আরো পড়ুনঃ
কাতার বিশ্বকাপ গ্রুপ ২০২২
এবারের কাতার বিশ্বকাপে ৮ টি গ্রুপে ৩২ টি দল এবং প্রত্যেক গ্রুপে ৪ টি দল খেলবে। নিচে কাতার বিশ্বকাপ গ্রুপ ২০২২ তালিকা দেওয়া হল –
গ্রুপ – এ (Group – A)
- ইকুয়েডর
- নেদারল্যান্ডস
- সেনেগাল
- কাতার
গ্রুপ – বি (Group – B)
- ইংল্যান্ড
- মার্কিন যুক্তরাষ্ট্র
- ইরান
- ওয়েলস
গ্রুপ – সি (Group – C)
- আর্জেন্টিনা
- মেক্সিকো
- পোল্যান্ড
- সৌদি আরব
গ্রুপ – ডি (Group – D)
- ফ্রান্স
- ডেনমার্ক
- অস্ট্রেলিয়া
- তিউনিসিয়া
গ্রুপ – ই (Group – E)
- জার্মানি
- স্পেন
- জাপান
- কোস্টারিকা
গ্রুপ – এফ (Group – F)
- বেলজিয়াম
- মরক্কো
- ক্রোয়েশিয়া
- কানাডা
গ্রুপ – জি (Group – G)
- ব্রাজিল
- সুইজারল্যান্ড
- ক্যামেরুন
- সার্বিয়া
গ্রুপ – এইচ (Group – H)
- পর্তুগাল
- উরুগুয়ে
- ঘানা
- দক্ষিণ কোরিয়া
কাতার বিশ্বকাপ গ্রুপ ২০২২ পিকচার
নিচে ছবি অনুসারে কাতার বিশ্বকাপ গ্রুপ ২০২২ পিকচার দেওয়া হল –
সর্বশেষঃ কাতার বিশ্বকাপ গ্রুপ ২০২২ তালিকা সম্পর্কে নিশ্চই অবগত হয়েছেন। এ বিষয়ে যদি আপনার কোনো ধরনের মতামত অথবা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।।