আজকের পোস্ট পড়ে জানতে পারবেন বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গা। যারা দেশের মাটিতে বিভিন্ন সুন্দর জায়গা দেখতে পছন্দ করেন তাদের জন্য থাকছে সাতটি জায়গা। যে সাতটি স্থান বাংলাদেশের এত বেশি সুন্দর যা কল্পনার বাইরে। এবং এই সাতটি স্থান আমাদের দেশের জন্য খুবই গর্বের। তাহলে চলুন জেনে আসা যাক বাংলাদেশের সবচেয়ে সুন্দর সাতটি স্থান সম্পর্কে।
বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গা
সৌন্দর্য কোথায় তা কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না। আমরা সৌন্দর্য খুঁজে বেড়াই শহরের মাঝে। তবে শহরের মাঝে কি আর সৌন্দর্য খুঁজে পাওয়া যাবে। যেখানে প্রকৃতিতে ভরপুর রয়েছে সৌন্দর্যের মেলা। আর সেই মেলায় আপনাদের জানাই সুস্বাগতম। এই বাংলার মাটিতে এমন বেশ কিছু জায়গা আছে যেগুলো প্রকৃতির সুন্দর রূপ ধারণ করেছে।
আর এইসব জায়গা দেখার জন্য দেশি বিদেশি প্রচুর পর্যটকের ভিড় জমে। এসব জায়গার মধ্যে অনেকেই হয়তো বা কিছু কিছু জায়গা জানলেও বেশ কিছু জায়গা জানে না। তাছাড়া এসব জায়গাতে যাওয়ার নিয়ম এবং থাকা খরচ সম্পর্কে পোস্ট আসছে পরবর্তী দিন। তবে আজকে পোষ্টের মাঝে এই সব জায়গা সম্পর্কে বিস্তারিত বিবরণ। এবং যেসব সৌন্দর্যপূর্ণ জায়গা রয়েছে সেসব স্থান সম্পর্কে আলোচিত হবে।
বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গা গুলো
নিম্নে আলোচিত হয়েছে বেশ কিছু টাইগার তালিকা। তালিকাতে আমরা সাতটি জায়গা উপস্থাপনের চেষ্টা করেছি। তাছাড়া লিপিবদ্ধ করাই সাতটি জায়গার বিবরণ থাকছে সম্পূর্ণ পোস্টজুড়ে।
- কক্সবাজার সমুদ্র সৈকত
- সুন্দরবন
- রাঙ্গামাটি
- সাজেক ভ্যালি
- খাগড়াছড়ি
- সেন্ট মার্টিন
- নিঝুম দ্বীপ
কক্সবাজার সমুদ্র সৈকত
কক্সবাজার বাংলাদেশের সবচাইতে বড় এবং বিশ্বের দীর্ঘতম একটি সমুদ্র বন্দর। এছাড়া কক্সবাজারে আরো বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা রয়েছে তা দেখা অবশ্যই উচিত। কক্সবাজারে হরেক রকমের বিশাল বিশাল মাছ রয়েছে। তাছাড়া রয়েছে এখানে বিভিন্ন ধরনের পিকনিক স্পট। এছাড়াও আছে কিছু অসাধারণ রেস্টুরেন্ট। তবে প্রকৃতিকে উপভোগ না করে রেস্টুরেন্টে সারাদিন ঘুমিয়ে কাটালে বোকামো ছাড়া কিছুই। তবে সেখানকার রেস্টুরেন্টের খাবার গুলো কিন্তু অসাধারণ তা আপনাকে অবশ্যই স্বীকার করতে হবে।
কক্সবাজার যেতে হলে আপনাকে সর্বপ্রথম চট্টগ্রামে যেতে হবে আবার তারপর সেখান থেকে আপনি কক্সবাজার যেতে পারবেন। তবে এখন বর্তমানে বাংলাদেশে একটি বিমানবন্দর চালু হচ্ছে কক্সবাজারে সেটির সম্পূর্ণ হলে আপনি বিমানে চলে যেতে পারবেন।
বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি (প্রতিষ্ঠা সাল, আয়তন, জনসংখ্যা)
সুন্দরবন
বাংলাদেশের সবচাইতে অন্যতম একটি জঙ্গল হচ্ছে সুন্দরবন। সুন্দরবনে রয়েছে হরেক রকমের বাঘ ভালুক এবং বিভিন্ন প্রাণী। এসব প্রাণীর মাঝে নিজেকে একবার রাখলে কিরকম অনুভব হবে। এ ধরনের পরিবেশে আসলে খুব বড় ধরনের অ্যাডভেঞ্চার এর অনুভব পাওয়া যায়। আর যদি আপনি অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি যেতে পারেন সুন্দরবন। অপরূপ সৌন্দর্যের এই লীলাভূমিতে হিংস্র প্রাণীদের অবস্থান আছে সেখানে। তাই পদে পদে অনেক বিপদ থাকলেও বর্তমানে নৌকায় চড়ে এখানে ভ্রমন করা যায়।
নৌকায় চলে যেতে যেতে কুমিরসহ বিভিন্ন প্রাণীর দেখা মিলবে। তাছাড়া আপনি যদি জঙ্গলের ভেতরে যেতে চান সেক্ষেত্রে অবশ্যই সুরক্ষিতভাবে যেতে হবে। আর আমার জানামতে জঙ্গলে যাওয়ার অনুমতি হয়তো বা নেই। কেননা গভীর জঙ্গলে রয়েছে যেমন সুন্দর সুন্দর হরিণ। তেমনি রয়েছে কিছু হিংস্র প্রাণী। এর মধ্যে উল্লেখযোগ্য: বাঘ, সিংহ, জঙ্গলের হাতি। জঙ্গলের হাতিগুলো বেশ শক্তিশালী হয় বলে আক্রমণাত্মকভাবে এগিয়ে আসে। তাই সবসময় এদের থেকে আমাদের বেশ দূরে অবস্থান করতে হয়।
রাঙ্গামাটি
আপনি প্রকৃতির অপরূপ কার্যক্রম কতটুকুই বা দেখেছেন। আর না দেখে থাকলে চলে যাবেন এক্ষুনি রাঙ্গামাটি। কেননা এখানে রয়েছে অসাধারণ নীলাভূমি প্রকৃতির। দেশের অন্যতম এই জায়গাটিতে কিন্তু শত শত প্রকৃতির জায়গা রয়েছে। এইসব জায়গাগুলো দেখার জন্য প্রায় লক্ষাধিক দর্শক বাংলাদেশের এই স্থানটিতে ভ্রমনে যায়।
সাজেক ভ্যালি
আপনি যদি মেঘ একদম হাতে ছুঁতে পারেন তাহলে কেমন অনুভব হবে। নিশ্চয়ই আপনি অনেক অবাক এবং খুশি হবেন। ঠিক আপনি যদি এমন কাজটি করতে চান তাহলে আপনাকে যেতে হবে সাজেক ভ্যালি। একদম পাহাড়ের উপরে মেঘেরও উপরে অবস্থান করছে এই অপরূপ স্থানটি। কখনো বা বৃষ্টি কখনোবা রোদ কখনো বা গরম আবার কখনো হতে পারে শীতল হাওয়া। কখন যে কি হয় তা শুধুমাত্র সৃষ্টিকর্তায় জানে। আর এই স্থানটি যার জন্য আপনাকে পাহাড়ের উপরে উঠতে হবে। আপনি কি আর হেঁটে হেঁটে পাহাড়ের উপর উঠবেন। এর জন্য আপনাকে অবশ্যই একটি জিপ গাড়ি ভাড়া করতে হবে।
খাগড়াছড়ি
খাগড়াছড়ি বাংলাদেশের একটি পার্বত্য জেলা হিসেবে বিখ্যাত। আর এই পার্বত্য স্থানটিতে রয়েছে অসাধারণ অসংখ্য পাহাড় পর্বত। পাহাড় পর্বতে ঘেরা বলে প্রতিবছর দেশি-বিদেশি লক্ষ লক্ষ পর্যটক এখানে ঘুরতে যায়। আর আপনিও চাইলে খাগড়াছড়ি ভ্রমণে যেতে পারেন। এই পার্বত্য অঞ্চলটি চট্টগ্রাম বিভাগের মধ্যে অবস্থিত। তাই খাগড়াছড়ি ভ্রমণে আসতে চাইলে সবার আগে আসতে হবে চট্টগ্রামে। এই এলাকায় প্রায় 40% এর অধিক মানুষজন বুদ্ধ ধর্মের। এজন্য দেখার মত অসাধারণ কিছু বুদ্ধ সংস্কৃতির মূর্তি ও মন্দির রয়েছে।
এখানে দেখার মত বেশ কিছু স্থান রয়েছে বলে সবগুলোর তালিকা বাধ্য করা সম্ভব নয়। উল্লেখযোগ্য কয়েকটি স্থানের নাম বলা যেতে পারে। মায়াবনি লেক, বিডিআর স্মৃতিসৌধ, রামগড়, লক্ষ্মীছড়ি জলপ্রপাত, শতবর্ষী বটগাছ, মাটিরাঙ্গা, শান্তিপুর অরণ্য কুঠির, সিন্ধুকছড়ি পুকুর। শীতের সময় পাহাড়ে পাহাড়ে ঘুরতে চাইলে আপনি খাগড়াছড়ি চলে যেতে পারেন।
সেন্ট মার্টিন
সেন্ট মার্টিন বাংলাদেশের অন্যতম একটি দ্বীপ। মাঝে মাঝে এই জায়গাটি আবার ভয়াবহ রূপ ধারণ করে। কিছুদিন পূর্বেও একটি ঘূর্ণিঝড়ের সময় প্রচুর ভয়াবহ রূপ ধারণ করেছিল। ভয়াবহতা থাকলে কিন্তু এখানে অ্যাডভেঞ্চার রয়েছে। অসাধারণ রোমাঞ্চকর কিছু মুহূর্ত খুঁজে পাবেন এই স্থানে গেলে। বঙ্গোপসাগরের উপর দিয়ে যেতে হবে কক্সবাজার থেকে। এক্ষেত্রে যারা মূলত একটু ভয় পায় তারা অবশ্যই যাবেন না। কেননা এই সময় পদে পদে বিপদ হলে তাতে আমরা দায়ী নয়। অবশ্যই বড় কোনো জাহাজে চলে যাবেন।
আর যারা সাধারণত স্পিডবোটে যেতে পছন্দ করেন তারা কিন্তু স্থানটিতে দয়া করে স্পিড বলে যাবেন না। একটুখানি বেশি মজা উপভোগ করতে গিয়ে বিপদ ঘনিয়ে আসতে পারে। আর, সেন্ট মার্টিনে অনেক সময় মৃত্যু হয়েছে অনেকের। তবে সেই সব মৃত্যু কিন্তু হয়েছে বঙ্গোপসাগরে।
কিন্তু স্থানটিতে কিন্তু খুব সুস্বাদুকর খাবারও পাওয়া যায়। আর এসব স্থানের খাবারের দাম একটুখানি বেশি। তবে খাবারের মান এবং সুস্বাদ্য অনেকাংশে বেশি।
নিঝুম দ্বীপ
নিঝুম দ্বীপ অনেক ছোট্ট একটি দ্বীপ হলেও এটি অসাধারণ। এই দ্বীপটি মূলত নোয়াখালী অবস্থিত। ২০০১ সাল থেকেই স্থানটি সকলের জন্য উন্মুক্ত। এবং জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয় সরকার কর্তৃক। এরপর থেকে কিন্তু অতিও মানুষজন এই স্থানটিতে ভ্রমণে যায়। সারি সারি নারিকেল গাছে ভর্তি আছে জায়গাটি।
এ দ্বীপের মাটি চিকচিকে বালুকাময়, তাই জেলেরা নিজ থেকে নামকরণ করে বালুর চর। এই দ্বীপটিতে মাঝে মাঝে বালুর ঢিবি বা টিলার মতো ছিল বিধায় স্থানীয় লোকজন এই দ্বীপকে বাইল্যার ডেইল বা বাল্লারচর বলেও ডাকত। বর্তমানে নিঝুমদ্বীপ নাম হলেও স্থানীয় লোকেরা এখনো এই দ্বীপকে বাইল্যার ডেইল বা বাল্লারচর বলেই সম্বোধন করে।
উপরোক্ত সকল জায়গা আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানিয়ে দিবেন। আর বাংলাদেশে এত সুন্দর জায়গা আছে আপনি যদি আগে না জানতেন তাহলে পোষ্টের মাধ্যমে জেনে গেলেন।
বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গা কোনটি
এতক্ষণ বাংলাদেশের বেশ কিছু সুন্দর এবং অসাধারণ জায়গা নিয়ে কথা বলেছি। আমি জানি অনেকের মাঝে এখন প্রশ্ন জাগছে এইসব জায়গাগুলো ছাড়াও বাংলাদেশ আরও অনেক সুন্দর জায়গা আছে কিনা। বলে রাখা ভালো এছাড়াও বাংলাদেশে আরো অনেক জায়গা রয়েছে। সকল জায়গার কথা এক পোষ্টের মাঝে উপস্থাপন করা অত্যন্ত কঠিন। আর কঠিন বলে একটি পোস্টে আপনাদের এসব জায়গা সম্পর্কে বিস্তারিত জানানো সম্ভব হয়নি। তবে আপনি যদি লক্ষ্য করেন আমাদের দেশে কিন্তু আরও সুন্দর সুন্দর পাহাড় পর্বত এবং আরো অনেক চা বাগান রয়েছে। আর গোপালের পোস্টে কি চান সে সম্পর্কে কমেন্টে জানাতে পারেন।