বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতি বছর প্রচুর লোক সিঙ্গাপুরে ভ্রমণ, কাজ, শিক্ষা ও চিকিৎসার উদ্দেশ্যে যায়। তেমনিভাবে বাংলাদেশ থেকেও এসব উদ্দেশ্যে বিপুল লোক সিঙ্গাপুরে পাড়ি জমায়। কিন্তু সিঙ্গাপুরে যাওয়ার জন্য তার আগে অবশ্যই ভিসার প্রয়োজন হয়। বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী এই ভিসা নিতে হয়। যা আজকের এই আর্টিকেলে সিঙ্গাপুর ভিসা প্রসেসিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। সিঙ্গাপুর ভিসা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে আর্টিকেলের শেষ অবধি পর্যন্ত সঙ্গে থাকতে হবে।
সিঙ্গাপুর ভিসা প্রসেসিং
রাজধানী ঢাকার সিঙ্গাপুর কনস্যুলেট অফিস থেকে মূলত সিঙ্গাপুরের ভিসা ইস্যু করা হয়ে থাকে। তবে সেখান থেকে আপনি সরাসরি ভিসার জন্য আবেদন করতে পারবেন না। সিঙ্গাপুরের ভিসার জন্য আপনাকে অবশ্যই অনুমোদিত ভিসা এজেন্টের মাধ্যমে আবেদন করা লাগবে। তারপরে সেই সঙ্গে সিঙ্গাপুরে বসবাসকারী কারো কাছ হতে আমন্ত্রণ পাওয়া লাগবে। তবে ডিপ্লোম্যাটিক অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য সিঙ্গাপুর যাওয়ার জন্য কোন রকমের ভিসা লাগে না।
সাধারণত ভিসা আবেদন জমা দেওয়ার ৫ থেকে ৭ কার্যদিবসের ভিতরে সিঙ্গাপুরের ভিসার কাজ শেষ হয়ে যায়। যদিও বা কোন কোন ক্ষেত্রে দেখা যায় একটু বেশি সময় লেগে যায়। সিঙ্গাপুরের ভিসার জন্য মূলত ভিসা ফি ৩০ সিঙ্গাপুর ডলার এবং এর সাথে এজেন্টের সার্ভিস চার্জ দিতে হয়।
সিঙ্গাপুর ভিসা কত টাকা?
যারা সিঙ্গাপুর যেতে আগ্রহী তাদের অবশ্যই সিঙ্গাপুর ভিসা কত টাকা কিংবা সিঙ্গাপুর ভিসা প্রাইস সম্পর্কে জেনে রাখা ভালো। সিঙ্গাপুরে যাওয়ার জন্য মূলত খরচ হিসেবে আপনি কোন ক্যাটাগরিতে সিঙ্গাপুরে যাবেন তার উপরে নির্ভর করে। যেমন আপনি যদি ওয়ার্ক পারমিট ভিসার জন্য যান তাহলে ৬ লাখ টাকা পর্যন্ত লাগতে পারে। এভাবেই মূলত ভিসার ধরন অনুযায়ী পাঁচ লাখ টাকা থেকে শুরু করে ভিসা বাবদ ৩০০ ডলার দেওয়া লাগে।
- সিঙ্গাপুর টুরিস্ট ভিসা মূল্য ৩০০ ডলার
- সিঙ্গাপুর স্টুডেন্ট ভিসা মূল্য ৫ থেকে ৮ লাখ টাকা
- সিঙ্গাপুর ওয়ার্ক পারমিট ভিসা মূল্য ৫ থেকে ৬ লাখ টাকা
- সিঙ্গাপুর বিজনেস ভিসা মূল্য ৫ থেকে ১০ লাখ টাকা
সিঙ্গাপুর ভিসা চেক
ঘরে বসে যদি আপনি অনলাইনে সিঙ্গাপুর ভিসা চেক করতে চান, তাহলে আপনার যেসমস্ত জিনিসপত্র গুলো দরকার হবে তা নিচে দেওয়া হল –
- যে ব্যক্তি আবেদন করছে তার পাসপোর্ট এর নাম্বার লাগবে।
- পাসপোর্ট অনুযায়ী আবেদনকারীর জন্ম তারিখ দরকার হবে।
সিঙ্গাপুর ভিসা চেক করার নিয়ম
বর্তমানে অনলাইনে খুব সহজে সিঙ্গাপুর ভিসা চেক করা যায়। যা নিচে দেওয়া পদ্ধতি অনুসরণ করে সিঙ্গাপুর ভিসা চেক করা যাবে। অনলাইনে সিঙ্গাপুর ভিসা চেক করার নিয়ম নিচে দেওয়া হল –
প্রথম স্টেপ – ওয়েবসাইটে প্রবেশ
সিঙ্গাপুর ভিসা চেক করার জন্য সর্বপ্রথমে আপনাকে https://www.mom.gov.sg/check-wp এই ওয়েবসাইটের মধ্যে ভিজিট করতে হবে। এরপর ওয়েবসাইটে প্রবেশ করার পরে Check work pass and application status লেখাতে ক্লিক করে পরবর্তী ধাপগুলোতে যাওয়া লাগবে।
দুই নাম্বার স্টেপ – ভাষা সিলেক্ট
এখন আপনার সামনে কয়েকটা ল্যাঙ্গুয়েজ এর অপশন আসবে সেখান থেকে আপনি আপনার পছন্দ মত ভাষা সিলেক্ট করে দিবেন। অর্থাৎ, এখান থেকে আপনি আপনার নিজের পছন্দ মত ইংলিশ অথবা বাংলা ভাষা সিলেক্ট করে দিবেন। এরপরে কন্টিনিউ লেখার উপরে ক্লিক করে পরবর্তী ধাপে আপনাকে যেতে হবে।
তিন নাম্বার স্টেপ – পাসপোর্ট এর স্ট্যাটাস চেক করা
অনলাইনে সিঙ্গাপুর ভিসা চেক করার জন্য আপনাকে ৩ নাম্বার ধাপে Start লেখার উপরে একবার ক্লিক করতে হবে। এখান থেকে আপনি পাসপোর্ট এর স্ট্যাটাস (Pass Status) ও ১ জন ওয়ার্ক পারমিট এর বেতন (Salary) চেক করে নিতে পারবেন খুব সহজেই।
চার নাম্বার স্টেপ – প্রয়োজনীয় তথ্য সাবমিট
ভিসা আবেদনের সকল তথ্যগুলোকে সঠিকভাবে দিতে হবে। এখানে আপনারা তিনটি অপশন পেয়ে যাবেন। এখান থেকে প্রথমে আপনি পাসপোর্ট অনুযায়ী আবেদনকারীর জন্ম তারিখ (Date of Birth) দিয়ে দিবেন। এরপরে Passport Number লেখা অপশনটি সিলেক্ট করবেন এবং নিচে দেখতে পাবেন পাসপোর্ট নাম্বার লেখার জন্য একটি খালি ঘর আসবে।
খালি ঘরে আপনি আপনার পাসপোর্ট এর নাম্বারটি সঠিকভাবে বসিয়ে দিবেন। তারপরে আপনি I’m not a robot লেখাটির উপর ক্লিক করে ক্যাপচাটি পূরণ করে দিবেন। আর তাহলে আপনার সামনে সাবমিট পাঠান আসবে সেখানে ক্লিক করবেন এবং আপনি আপনার ভিসার স্ট্যাটাস ও সকল তথ্যগুলো আপনার মোবাইল স্ক্রিন অথবা কম্পিউটার দিয়ে চেক করলে দেখতে পাবেন।
আপনার দেয়া যদি সকল তথ্যগুলো সঠিক হয় তাহলে অবশ্যই পরবর্তী ধাপে আপনি আপনার ভিসার স্ট্যাটাস এবং যাবতীয় তথ্যগুলো দেখতে পারবেন। আর এইভাবে আপনারা খুব সহজে অনলাইনের মাধ্যমে সিঙ্গাপুর ভিসা চেক করে নিতে পারবেন।
সিঙ্গাপুর কাজের ভিসা
বাংলাদেশ থেকে যারা সিঙ্গাপুরে কাজের জন্য যেতে চান তাদের অবশ্যই সিঙ্গাপুর কাজের ভিসা সম্পর্কে জেনে রাখা উচিত। যেমন সিঙ্গাপুর কাজের ভিসা কত টাকা লাগবে এ সমস্ত বিষয়ে। মূলত সিঙ্গাপুর কাজের ভিসা ফি ৩০০ ডলার হয়ে থাকে। তবে অনেক ক্ষেত্রে এর ফি কম বেশি হতে পারে।
Also Read:
- সিঙ্গাপুর কিসের জন্য বেশি বিখ্যাত তা জেনে নিন
- সিঙ্গাপুরে কোন কাজের চাহিদা বেশি যাবতীয় তথ্য
- অগ্রণী ব্যাংক লোন নেওয়ার পদ্ধতি নিয়ে যাবতীয় তথ্য
- ডাচ বাংলা ব্যাংক লোন সুবিধা ও আবেদন পদ্ধতি
- ব্র্যাক এনজিও লোন পদ্ধতি, লোন সুবিধা ও সুদের হার
- সোনালী ব্যাংক লোন নেওয়ার নিয়ম ও লোন ফরম
- ইসলামী ব্যাংক ডিপিএস খোলার নিয়ম ও লাভ-ক্ষতি
বাংলাদেশে সিঙ্গাপুর ভিসা এজেন্টদের লিস্ট
বর্তমানে বাংলাদেশে অসংখ্য সিঙ্গাপুর ভিসা এজেন্ট রয়েছে। নিচে বাংলাদেশে সিঙ্গাপুর ভিসা এজেন্টদের লিস্ট দেওয়া হল –
- Talon Corporation Limited (ট্যালন কর্পোরেশন লিমিটেড)
- Union Tourist And Travel Limited (ইউনিয়ন টুরিস্ট এন্ড ট্রাভেল লিমিটেড)
- Discovery Tools & Logistic (ডিসকভারি টুলস এন্ড লজিস্টিক)
- Victory Travels Limited (ভিক্টরি ট্রাভেলস লিমিটেড)
- International Travel Corporation (আন্তর্জাতিক ভ্রমণ কর্পোরেশন)
- Silk West Services Limited (সিল্ক ওয়েস্ট সার্ভিসেস লিমিটেড)
- Symond Overseas (সায়মন্ড ওভারসিজ)
- Parkway Hospital Singapore Pvt. (পার্কওয়ে হাসপাতাল সিঙ্গাপুর পাইভেট লিমেটেড)
সর্বশেষঃ আলোচিত আর্টিকেলের সাহায্যে নিশ্চই সিঙ্গাপুর ভিসা প্রসেসিং, সিঙ্গাপুর ভিসা কত টাকা, সিঙ্গাপুর ভিসা চেক করার নিয়ম, বাংলাদেশে সিঙ্গাপুর ভিসা এজেন্টদের লিস্ট সহ ইত্যাদি বিষয়ে বিস্তারিত জানতে পেরেছেন। এ ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়মিত আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।।